দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক উন্নয়নে ইরান-রাশিয়া ঐকমত্য
2022-07-20 17:27:24


জুলাই ২০: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকাল (মঙ্গলবার) তেহরানে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন। এসময় দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও উন্নত করার ব্যাপারে একমত হন।

বৈঠকে উল্লেখ করা হয় যে, সম্প্রতি দুই দেশের মধ্যে অর্থনীতি, নিরাপত্তা, অবকাঠামো, জ্বালানি, বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে সহযোগিতা উন্নত হয়েছে। এই উন্নয়নে গতি আরও বাড়াতে হবে। এ ছাড়া, উভয় পক্ষ যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য অর্জন করেছে এবং এই অঞ্চলের স্বাধীন দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান ও রাশিয়া একযোগে কাজ করে যাবে।

বৈঠকে ইরানি প্রেসিডেন্ট বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দু’দেশই আগ্রহী। দু’দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে ও আরও জোরদার হবে। দু’দেশ সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিকতা ও দৃঢ়তা দেখিয়েছে।

এসময় পুতিন বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদার করা উচিত। সিরিয়ার সংকট সমাধানে ইরান ও রাশিয়া উল্লেখযোগ্য অবদান রেখেছে বলেও তিনি দাবি করেন। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)