আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল চীনের ওয়েনহাই-১ দূর-নিয়ন্ত্রিত আন্ডারওয়াটার রোবট
2022-07-20 17:56:25

জুলাই ২০: চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের শেনিয়াং ইন্সটিটিউট অফ অটোমেশন কর্তৃক নির্মিত ‘ওয়েনহাই-১’ দূর-নিয়ন্ত্রিত আন্ডারওয়াটার রোবট সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।

এই রোবট সমুদ্রের ৬ হাজার মিটার নিচে গবেষণা-কাজ পরিচালনা করতে সক্ষম। এটি মূলত সমুদ্রে পরিবেশগত জরিপ চালাতে, গভীর সমুদ্রে জীববৈচিত্র্য অনুসন্ধানে, গভীর সমুদ্রে খনিজ সম্পদ অনুসন্ধানের মতো কাজে লাগানো হবে। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)