যুক্তরাষ্ট্র বিশ্বের এক নম্বর মানবপাচারকারী দেশ: চীনা মুখপাত্র
2022-07-20 19:19:59


জুলাই ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে, সত্যকে উপেক্ষা করে ও বিশ্বকে প্রতারিত করার জন্য, মানবপাচার বিষয়ে মিথ্যা ‘রিপোর্ট’ তৈরি করে আসছে। প্রকৃতপক্ষে, খোদ যুক্তরাষ্ট্রই বিশ্বের এক নম্বর মানবপাচারকারী দেশ।

তিনি বলেন, যতই সত্য গোপন করুক না কেন, যুক্তরাষ্ট্র নিজের ‘দাস ব্যবসার দেশ’ পরিচয় গোপন করতে পারবে না। মাত্র ২৪৬ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে এক-তৃতীয়াংশ সময়ই দাসপ্রথা ছিল আইনসিদ্ধ।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে আইনি ও অবৈধ—উভয় পথেই মানুষ পাচার হয়ে যাচ্ছে। এ সত্য গোপন করা যাবে না।

উল্লেখ্য, স্থানীয় সময় ১৯ই জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তর তার বার্ষিক মানবপাচার প্রতিবেদন প্রকাশ করে। এতে চীনকে মানবপাচারের ক্ষেত্রে ‘বিশ্বের তৃতীয় সবচেয়ে খারাপ’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়। প্রতিবেদনে আবারও সিনচিয়াং-এ ‘জোরপূর্বক শ্রম’-এর মিথ্যা অভিযোগ তোলা হয়। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)