‘চীনে চলতি বছরের শরতে শস্যক্ষেত্রের আয়তন ৮.৭ কোটি হেক্টর ছাড়িয়ে যাবে’
2022-07-20 19:19:43

জুলাই ২০: চীনে চলতি বছরের শরতে শস্যক্ষেত্রের মোট আয়তন ৮.৭ কোটি হেক্টর ছাড়িয়ে যাবে। আজ (বুধবার) সকাল ১০টায়, চীনের জাতীয় পরিষদের তথ্য-কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দেশের কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয়ের প্রধান কৃষিবিদ এবং উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক চেং ইয়ান ত্য। এ ছাড়াও তিনি চলতি বছরের প্রথমার্ধে চীনের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে অর্জিত অগ্রগতি তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রেস ব্রিফিংয়ে কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয়ের প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান লিউ লি হুয়া জানান, কেন্দ্রীয় সরকারের সহায়তায় ও বিভিন্ন অঞ্চলের প্রচেষ্টায়, চলতি বছর শস্য উত্পাদনের সামগ্রিক পরিস্থিতি এখনও সন্তোষজনক। গ্রীষ্মকালীন ফসল, প্রথম মৌসুমের ধান, এবং শরত্কালীন ফসল চীনের তিনটি প্রধান মৌসুমী ফসল। গ্রীষ্মকালীন ফসল তোলার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ সময় ১৪৩.৫ কোটি কেজি ফসল ঘরে তুলেছে কৃষকেরা। আর প্রথম মৌসুমী ধানের ৬০ শতাংশ ঘরে তোলা হয়েছে এখন পর্যন্ত। তাতে সারা বছরের ফসলের চাহিদা মেটানোর জন্য একটি স্থিতিশীল ভিত্তি স্থাপিত হয়েছে। ওদিকে, শরত্কালীন ফসল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা সারা বছরের মোট ফসলের ৭৫ শতাংশ।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বর্তমান পরিস্থিতি অনুসারে, চলতি বছরের শরতে তুলনামূলকভাবে বেশি শস্য পাওয়া যাবে। শরত্কালীন শস্যের জন্য চাষের জমি আগের বছরের তুলনায় এবার বাড়বে। আর চলতি বছর শস্যের উত্পাদন বৃদ্ধির প্রবণতাও উল্লেখযোগ্য।

ব্রিফিংয়ে আরও বলা হয়, কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয়ের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে শস্যের বার্ষিক উত্পাদন ৬৫০ বিলিয়ন কেজির উপরে রাখা। এ লক্ষ্য পূরণের জন্য শরতে প্রত্যাশিত উত্পাদন নিশ্চিত করতে হবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মূলত তিনটি বিষয় নিশ্চিত করলে শরতে প্রত্যাশিত ফলন পাওয়া যাবে: শস্যক্ষেত্রের আয়তন ঠিক রাখতে হবে, শরত্কালীন শস্যের জন্য মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, এবং প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রশমনে আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে। (ইয়াং/আলিম/হাইমান)