ফাং লি শেন
2022-07-20 15:08:44

ফাং লি শেন আবার অ্যালেক্স ফং নামেও পরিচিত। তিনি ১৯৮০ সালের ২৬ ফেব্রুয়ারি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন হংকংয়ের একজন গায়ক এবং অভিনেতা। তিনি ছিলেন হংকংয়ের সাঁতার প্রতিনিধি।

২০০০ সালে তিনি হংকংয়ের পক্ষ থেকে সিডনি অলিম্পিক গেমসের সাঁতার ইভেন্টে অংশ নেন। ২০০১ সালে তিনি শোবিজে প্রবেশ করেন। ২০০৭ সালে তিনি “ভালবাসা চারপাশে নয়” নামক চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনি নায়িকাদের অন্যতম স্টেফি তেং লি সিনের সঙ্গে চলচ্চিত্রের শিরোনাম ও প্রধান গানে কণ্ঠ দিয়েছেন। 

 

আসলে ১৯৮৯ সাল থেকে অ্যালেক্স সাঁতার শুরু করেন। তিনি ছিলেন হংকংয়ের সাবেক সাঁতার প্রতিনিধি। ১৯৯১ সালে তিনি প্রথমবারের মতো হংকংয়ের পক্ষ থেকে অলিম্পিক গেমসে অংশ নেন। ২০০০ সালে তিনি চীনের হংকংয়ের পক্ষ থেকে সিডনি অলিম্পিক গেমসের সাঁতার ইভেন্টে অংশ নেন। হংকংয়ের স্থানীয় বাসিন্দারা তাঁকে “উড়ন্ত মাছের রাজকুমার” ডাকেন। ২০০১ সালে একটি আকস্মিক সুযোগে তিনি শোবিজে প্রবেশ করেন। বন্ধুরা, অ্যালেক্সের আরো কথা আমি পরেও আপনাদের বলতে পারবো, এখন আমি আপনাদের তাঁর অন্য একটি গান শোনাতে চাচ্ছি, গানের নাম “এভাবেই আমি তোমাকে ভালোবাসি”। গানটি তাঁর ২০০১ সালের অগাস্টে প্রকাশিত প্রথম একক অ্যালবাম থেকে নেয়া। অ্যালবামের নাম তাঁর নিজের নামে। 

 

২০০২ সালে বিভিন্ন পপসঙ্গীত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নতুন শিল্পী থেকে ৭ বছর পর অ্যালেক্স টিভি, চলচ্চিত্র ও সঙ্গীত মহলে সার্বিক শিল্পীতে পরিণত হন। ২০০৯ সালে প্রকাশিত “সাত বছর” নামক অ্যালবামে ৭টি ক্যান্টোনিজ এবং ৩টি ম্যান্ডারিন গান অন্তর্ভূক্ত হয়। বহু বছর ধরে তিনি স্টেফি তেং লি সিনের সঙ্গে পর পর কয়েকটি খুব জনপ্রিয় প্রেমের গান গেয়ে আবারো তাঁর সাথে অ্যালবামের শিরোনাম সংগীত “সাত বছর” গেয়েছেন।

 

“সারা জীবন” অ্যালেক্স এবং হংকংয়ের নারী শিল্পী চুং সিনথোংয়ের সঙ্গে গাওয়া একটি গান।  গানটি চুং সিনথোং-এর ২০১০ সালের নভেম্বরে প্রকাশিত ‘মুভ অন’ নামক ইপি’তে অন্তর্ভূক্ত হয়। ইপি’তে মোট ৫টি গান আছে। এটা স্টেফি ছাড়া অ্যালেক্সের অন্য নারী শিল্পীর সঙ্গে সহযোগিতায় তৈরি শিল্পকর্ম।

 

সঙ্গীত জগতে প্রবেশ করার পর অ্যালেক্সের উন্নয়ন খুবই ভালো ছিল। ২০০৭ সালের শুরুতে তিনি খুব জনপ্রিয় একটি অ্যালবাম “তোমার দূর আশপাশে” প্রকাশ করেন। খুব অল্প সময়ের মধ্যে অ্যালেক্স হাজার হাজার মেয়েদের স্বপ্নের প্রেমিকে পরিণত হন। তাঁর আগের অনেক সাঁতার অনুরাগীও শোবিজে আসেন। 

 

 “দয়া উদারতা দিয়ে শোধ করা হয়” অ্যালেক্সের ২০০৩ সালে প্রকাশিত অ্যালবাম “সত্য” থেকে নেয়া। কয়েক বছর পর তিনি স্টেফি’র সঙ্গে আবার গানটি সহযোগিতা করে গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের দু’জনের একসঙ্গে গাওয়া সংস্করণ শোনাতে চাই, আমার মনে হয়, যৌথ গান আরো সুন্দর হবে। 

 

 (প্রেমা/এনাম)