তিব্বতের পরিবেশগত স্থানান্তর: শুধুমাত্র মানুষের জন্য নয়, প্রকৃতির জন্যও
2022-07-20 19:33:23

জুলাই ২০: তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নাছুই  শহরে অবস্থিত চীনের সর্বোচ্চ উচ্চতার জেলা শুয়াংহু। এখানকার পশুপালকদের জন্য পরিবেশগত স্থানান্তর এবং পুনর্বাসনকাজের সর্বশেষ রাউন্ড বাস্তবায়িত হয়েছে। মানুষ স্থানান্তরিত হওয়ার পর এ অঞ্চল ধীরে ধীরে বন্যপ্রাণীদের অভয়ারণ্যে পরিণত হবে।

১৯শে জুলাই ৩০০ জনেরও বেশি পশুপালকের প্রথম ব্যাচ দোমা গ্রাম থেকে হাজার কিলোমিটার দক্ষিণে শানান শহরের গুগা জেলার সেনবুরি পুনর্বাসন এলাকায় স্থানান্তরিত হওয়ার জন্য রওনা হয়।

২০১৯ সালে প্রথম তিনটি গ্রাম স্থানান্তরের পর বাকি ৪টি গ্রাম আগস্টের শুরুতে স্থানান্তর করা হবে। ততদিনে, শুয়াংহু জেলার সাতটি গ্রামের পরিবেশগত স্থানান্তর সম্পন্ন হবে।

স্থানান্তর শুরু হওয়ার পরে, শুয়াংহু জেলার মাথাপিছু আয় ২০১৯ সালে ১০৫১৬ ইউয়ান থেকে ২০২১ সালের ১৩৫৯৮ ইউয়ানে বৃদ্ধি পেয়েছে।

স্থানান্তরের ফলে শুয়াংহুর বিস্তীর্ণ তৃণভূমি বন্যপ্রাণীদের জন্য স্বর্গ হয়ে উঠবে। পরিসংখ্যান অনুযায়ী, শুয়াংহুতে বসবাসরত জাতীয় প্রথম শ্রেণীর প্রাণী তিব্বতি হরিণ ১ লাখেরও বেশি এবং বন্য ইয়াক ২০ হাজারেরও বেশি।

(ইয়াং/আলিম/হাইমান)