শিশুদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘে চীনা প্রতিনিধির আহ্বান
2022-07-20 19:28:21

জুলাই ২০: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গত ১৯শে জুলাই শিশু ও সশস্ত্র সংঘাতের ওপর নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্কে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শিশুদের রক্ষায় সম্ভাব্য সবকিছু করা এবং এক্ষেত্রে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা।

চাং চুন বলেন, সংঘাতে শিশুদের রক্ষার সর্বোত্তম উপায় হল সংঘাতের অবসান ঘটানো। নিরাপত্তা পরিষদের উচিত যুদ্ধ বন্ধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো এবং রাজনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা।

তিনি বলেন, শিশুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। শিশুদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টায় কোনো ফাঁক থাকা উচিত নয়। যেসব দেশ শিশু অধিকার সনদ অনুমোদন করেনি, তাদের উচিত অবিলম্বে তা অনুমোদন করা।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে,  ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত আফগানিস্তানে নির্বিচারে বেসামরিক লোকদের হত্যা করেছে বিদেশি বাহিনীর সদস্যরা। নিহতদের মধ্যে অনেকেই শিশু ছিল। (ইয়াং/আলিম/হাইমান)