চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের চেয়ারম্যান ক্লাউস শোয়াব
2022-07-20 13:59:49

জুলাই ২০: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (মঙ্গলবার) গণ-মহাভবনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের চেয়ারম্যান ক্লাউস শোয়াবের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

প্রধানমন্ত্রী লি বলেছেন, চীন ও বিশ্ব অর্থনৈতিক ফোরাম চার দশকের বেশি সময় ধরে সহযোগিতা করেছে। বর্তমান বিশ্বের উন্নয়ন বিভিন্ন অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে, কিন্তু বিশ্বের শান্তি ও উন্নয়ন, বিভিন্ন দেশগুলির মধ্যে বিনিময় ও যোগাযোগ হলো সাধারণ প্রবণতা। অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রচেষ্টার প্রশংসা করে চীন। পাশাপাশি, ফোরামটি চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করেছে, যা বিশ্বের অর্থনীতি ও জীবিকা উন্নয়নে ইতিবাচক সংকেত।

শোয়াব বলেন, গত ৪০ বছরের বেশি সময়ে বিশ্ব অর্থনৈতিক ফোরাম চীনের সাথে বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব সম্পর্ক বজায় রেখেছে। বর্তমান বিশ্বের উন্নয়ন বিভিন্ন অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে, ফোরামটি চীনের সঙ্গে সহযোগিতা গভীর করা,  আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা ও বিনিময় জোরদার করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা এবং সামাজিক ন্যায্যতা প্রচারে ভূমিকা রাখবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)