ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত থাকবে: বিশ্ব আবহাওয়া সংস্থা
2022-07-20 17:26:39


জুলাই ২০: বিশ্ব আবহাওয়া সংস্থা গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, ইউরোপে তাপপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত  অব্যাহত থাকবে। আর উচ্চ তাপমাত্রার মতো জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিদেনপক্ষে চলতি শতাব্দির ৬০-এর দশক পর্যন্ত স্থায়ী হবে।

সুইজারল্যান্ডের জেনিভায় এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ব আবহাওয়া সংস্থার ফলিত জলবায়ু পরিষেবার পরিচালক রবার্ট স্টেফানস্কি বলেন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রাপ্ত সকল মডেল অনুসারেই, ইউরোপে তাপপ্রবাহ কিছুদিন অব্যাহত থাকবে।

আর বিশ্ব আবহাওয়া সংস্থার সচিব একই প্রেস ব্রিফিংয়ে জানন, স্থানীয় সময় সঙ্গলবার সকাল ১১টায় ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা একটি রেকর্ড।  (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)