বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার
2022-07-20 19:33:54

ঢাকা, জুলাই ২০: ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১-২১ অর্থবছরে রপ্তানিতে ৬০ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। সবদিক বিবেচনা করে এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

টিপু মুনশি বলেন, দেশের কয়েকটি শিল্প খাত ভালো করছে, এর মধ্যে আইসিটি অন্যতম। চামড়া ও চামড়াজাতপণ্য এবং হোম টেক্সটাইলের অবস্থাও ভালো বলে উল্লেখ করেন মন্ত্রী। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলার পরও সবকিছু মিলিয়ে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।

অভি/ সাজিদ