বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চিন রুন জি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
চিন রুন জি, ১৯৮১ সালের ৪ ডিসেম্বর চীনের চিলিন প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী।
২০১৩ সালে চিন রুন জি ‘ভয়েস অব চায়না’ নামে সংগীত লাইভ শোতে অংশ নেন। ২০১৪ সালের ১০ এপ্রিল চিন রুন জি’র অ্যালবাম ‘তোমার মনে আছো’ বাজারে আসে। ২০১৫ সালের ৮ মে চিন রুন জি’র গান ‘পথ’ মুক্তি পায়। ২০১৫ সালের ১৭ জুলাই তাঁর আরেকটি অ্যালবাম ‘আস্তে আস্তে চলো’ প্রকাশিত হয়।
বন্ধুরা, এখন শুনুন চিন রুন জি’র গান ‘আমি মন দিয়ে তোমাকে ভালোবেসেছি’। গানের কথায় বলা হয়, আমি মন দিয়ে তোমাকে ভালোবেসেছি। কেন তোমার সৎ হৃদয় দেখি না। বার বার স্বপ্নে তোমার সঙ্গে দেখা করি। জেগে উঠলে তোমাকে দেখি না। তুমি চলে গেলে কি আমাকে মিস করবে। এমন অনুভূতি পরবর্তীতে আর পাওয়া যায় না।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন চিন রুন জি’র কণ্ঠে ‘তোমার ভালোবাসার ধন্যবাদ’। গানের কথায় বলা হয়, আমাকে জিজ্ঞেস করো না, এই জীবনে কত মানুষকে ভালোবেসেছি। তুমি জানো না, আমি কত আঘাত পেয়েছি। একা থাকতে পছন্দ করি না, তবে দু’জনের ভয় লাগে। যা সত্যি এক ধরনের ব্যথা।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন চিন রুন জি’র গান ‘মনের তালা’। গানের কথাগুলো এমন: ভালোবাসা একটি নিষ্ঠুর তালা। আমাদেরকে ঘিরে রেখেছে। আমি কখনই যাই নি। তবে তুমি আমার রূপকথা। প্রেমের গল্পে অনেক ব্যথা। সুখের পথ সুষ্ঠু নয়। তোমাকে সব কিছু দিয়েছি। তবে নীরবতা হল আমাদের ফলাফল।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চিন রুন জি’র গান ‘এক বার হলে যথেষ্ট’। গানের কথায় বলা হয়, তোমার হাসি দেখতে চাই, তোমাকে কোলে নিতে চাই। আগের মুহূর্তে ঝগড়া করি, পরের মুহূর্ত ভালোবাসি। তোমার কান্না ভয় লাগে না। কারণ তুমি আমার গর্ব। আমার দৃষ্টি সবসময় তোমার দিকে। আমাদের হৃদয় তোমার জন্য প্রস্তুত।
আচ্ছা, শুনুন গানটি।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চিন রুন জি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)