চীনের শিল্প অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের প্রবণতার পরিবর্তন হবে না
2022-07-20 14:08:30

জুলাই ২০: চলতি বছরের প্রথমার্ধে চীনের শিল্পজাত মূল্য সংযোজন আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৪ শতাংশ বেশি হয়েছে। শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা গতকাল (মঙ্গলবার) আয়োজিত চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে বলেন, প্রথমার্ধে চীনের শিল্প খাতের অর্থনীতির শক্তিশালী উন্নয়ন প্রবণতা দেখা গেছে। শিল্প প্রতিষ্ঠানের প্রাণশক্তি এবং উন্নয়নের শক্তি, শিল্প অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের প্রবণতার পরিবর্তন হবে না। 

 

সাংবাদিক সম্মেলনে চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের মুখপাত্র, প্রধান প্রকৌশলী থিয়ান ইয়ু লুং বলেছেন, সক্রিয়ভাবে প্রথমার্ধে দেশ বিদেশের পরিবেশের পরিবর্তনে এনে দেওয়া নতুন ঝুঁকি, নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার মাধ্যমে চীনের শিল্প খাতের অর্থনৈতিক সূচক হ্রাসের প্রবণতা থামিয়ে দেওয়া হয়েছে। শিল্প অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন,

দ্বিতীয় কোয়ার্টারে চীনের শিল্পজাত মূল্য সংযোজন জিডিপি ছিল ২৮.৮ শতাংশ। যা ২০২১ সালের তুলনায় ১.৪ শতাংশ বেশি। যা খুবই ইতিবাচক একটি ইঙ্গিত। পুঁজি বিনিয়োগের অবদানের দিক থেকে, দ্বিতীয় কোয়ার্টারে উত্পাদন শিল্পের পুঁজি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৭.৪ শতাংশ। যা স্থাবর সম্পত্তিতে পুঁজি বিনিয়োগ বৃদ্ধির চেয়ে ৩.২ শতাংশ বেশি। শিল্প খাতের রপ্তানি দ্রুত হ্রাস থেকে বেড়ে গেছে। যা দ্বৈত ডিজিটাল প্রবৃদ্ধি বাস্তবায়ন করেছে। সরঞ্জাম উত্পাদন শিল্পের দ্রুত বৃদ্ধি দেখা গেছে, বিশেষ করে জুন মাসে; যা চীনের শিল্পের প্রবৃদ্ধিতে ৭০ শতাংশ অবদান রেখেছে। এতে প্রমাণিত হয় যে, চীনের সরঞ্জাম উত্পাদন শিল্প দেশের শিল্পখাতে আরো স্পষ্ট ভূমিকা রাখছে।

 

পরিসংখ্যান থেকে জানা গেছে, বছরের প্রথমার্ধে নতুন শিল্প- চীনের শিল্পের রূপান্তর ও জোরদারে গুরুত্বপূর্ণ শক্তি যুগিয়েছে। এর মধ্যে নতুন জ্বালানি গাড়ি শিল্পের উন্নয়ন গুরুত্বপূর্ণ। শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের মুখপাত্র, প্রধান প্রকৌশলী থিয়ান ইয়ু লুং বলেছেন, প্রথমার্ধে চীনের নতুন জ্বালানি-চালিত গাড়ির উত্পাদন ও বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে ২৬.৬১ লাখ ও ২৬ লাখ। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১.২ গুণ বেশি। এটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সেই সঙ্গে প্রযুক্তি খাতে উদ্ভাবনের নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন,

নতুন গবেষণায় লেজার রাডার, চীনের নিজস্ব মেধাস্বত্ত্বে তৈরি চিপস, গাড়ির মৌলিক হিসাব ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে। জ্বালানি-চালিত ব্যাটারি আরও উন্নত হয়েছে। বছরের প্রথমার্ধে নতুন চার্জিং ব্যবস্থার পরিমাণ ১৩ লাখ। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৮ গুণ বেড়েছে।

 

প্রথমার্ধে হাইটেক প্রযুক্তি উত্পাদন শিল্পের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় ৯.৬ শতাংশ বেশি হয়েছে। এর মধ্যে ইলেক্ট্রোনিক উত্পাদন শিল্পের প্রবৃদ্ধি ১০.২ শতাংশ। দ্বৈত ডিজিটাল প্রবৃদ্ধি বজায় রয়েছে। তথ্য ও টেলিযোগাযোগ শিল্পের স্থিতিশীল উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে। শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের তথ্য ও টেলিযোগাযোগ পরিচালনা ব্যুরোর দায়িত্বশীল কর্মকর্তা ওয়াং ভেং জানান,

 

প্রথমার্ধে চীনের টেলিযোগাযোগ খাতের প্রবৃদ্ধি ছিল ২২.৭ শতাংশ। আয় বেড়েছে ৮.৩ শতাংশ। যা দেশের জিডিপি’র প্রবৃদ্ধির চেয়ে ৫.৮ শতাংশ বেশি। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রেখেছে। ইন্টারনেট ডাটা কেন্দ্র, বিগ ডাটা, ক্লাউড কম্পিউন্টিংসহ বিভিন্ন নতুন ব্যবসা টেলিযোগাযোগ শিল্প উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। প্রথমার্ধে নতুন ব্যবসার আয়ের পরিমাণ ১৬২.৪ বিলিয়ন ইউয়ান। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬.৩ শতাংশ বেশি। অনলাইন অফিস, লাইভ স্ট্রিমিং, অনলাইন অর্ডার, শর্ট ভিডিওসহ অনলাইন অ্যাপসের উন্নয়ন অনেক সমৃদ্ধ হয়েছে। ভোগের পরিমাণ অব্যাহতভাবে বাড়ছে।

শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের মুখপাত্র, প্রধান প্রকৌশলী থিয়ান ইয়ু লুং বলেন, চীনের শিল্প খাতের অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের প্রবণতার পরিবর্তন হবে না।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)