রেলের অব্যবস্থাপনার ইস্যুটি জানতে চায় হাইকোর্ট
2022-07-20 19:35:44

ঢাকা, জুলাই ২০: বাংলাদেশের রেলওয়েতে অব্যবস্থাপনা ও টিকিট নিয়ে অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচির বিষয়ে খোঁজ নিতে বলেছেন বাংলাদেশের হাইকোর্ট। হাইকোর্ট বলেন, পত্রিকার খবরে দেখা গেছে একটি ছেলে আন্দোলন করছে। তার কোনো অভিযোগ থাকলে তিনি আদালতে আসতে পারেন। বিষয়টি পর্যালোচনা করা হবে।

বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

এসময় আদালত দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিককে তার আন্দোলনের বিষয়ে খোঁজ-খবর নিতে বলেন।

রেলের দুর্নীতি-সিন্ডিকেট নিয়ে দুদক কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা হাইকোর্টকে জানাতে বলা হয়।

গেল ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে ৬দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। রেলওয়ের অব্যবস্থাপনা এবং ভোগান্তির প্রতিবাদে মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি প্রকাশ করছেন বিভিন্ন স্তরের মানুষ।

অভি/ সাজিদ