যুক্তরাষ্ট্রকে আগে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
2022-07-19 19:05:17

জুলাই ১৯: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান গতকাল (সোমবার) বলেছেন, ইরান-পরমাণুচুক্তি বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য, যুক্তরাষ্ট্রকে আগে তাঁর দেশের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সব ধরনের চাপ প্রয়োগ বন্ধ করতে হবে। এসব নিষেধাজ্ঞা ও চাপ ‘অকার্যকর’ ও ‘অকেজো’।

তিনি ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি বোরেলের সাথে ফোনালাপে আরও বলেন, ইরান ‘একটি ভালো, শক্তিশালী, ও স্থিতিশীল চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক।’ তবে, এক্ষেত্রে সমঝোতায় পৌঁছানোর জন্য, যুক্তরাষ্ট্রকে বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজতে হবে।  (ইয়াং/আলিম/ছাই)