তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিল করতে যুক্তরাষ্ট্রকে বেইজিংয়ের তাগিদ
2022-07-19 19:17:18


জুলাই ১৯:  চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির নয়া সিদ্ধান্ত বাতিল করতে বেইজিং তাগিদ দেয়। দেশটির উচিত চীনের এই প্রদেশটির সঙ্গে সবধরনের সামরিক সম্পর্কও ছিন্ন করা।

মুখপাত্র চাও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’ হলো একটি দেশীয় আইন, যা একতরফাভাবে দেশটির পার্লামেন্ট পাস করেছে। এ আইন বিশ্বব্যাপী স্বীকৃত আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনাকারী মৌলিক নিয়মের গুরুতর লঙ্ঘন। এটি ‘এক-চীন নীতি’-রও বিরুদ্ধে যায়। এ ধরনের আইন করার বা তাইওয়ানে অস্ত্র বিক্রির মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘এক-চীন নীতি’র  মূল কথা হচ্ছে বিশ্বে একটি মাত্র চীন রয়েছে। আর সেই চীনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা মেনে নিতে হবে।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র সম্প্রতি বলেছেন, তাইওয়ান সম্পর্কিত আইন অনুসারে, তাইওয়ানকে প্রয়োজনীয় প্রতিরক্ষা সহায়তা দিতে যুক্তরাষ্ট্র বাধ্য। এতে যুক্তরাষ্ট্রের ‘এক-চীন নীতি’ লঙ্ঘিত হয় না। (ওয়াং হাইমান/আলিম/ছাই)