জ্বালানি সম্পদ সহযোগিতা নিয়ে ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
2022-07-19 10:28:45

জুলাই ১৯: গতকাল (সোমবার) প্যারিসে সফররত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় জ্বালানি সম্পদ সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ।

ফরাসি গণমাধ্যম সূত্র জানিয়েছে, এদিন টোটাল এনার্জি এবং আবুধাবি জাতীয় তেল কোম্পানির সঙ্গে জ্বালানি সম্পদ খাতে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। ফরাসি সরকার এক বিবৃতিতে জানায়, এ চুক্তি দু’দেশের জ্বালানি সম্পদ সহযোগিতায় স্থিতিশীল কাঠামো গঠন করবে।

 

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্রান্সে রপ্তানিকৃত জ্বালানি সম্পদ প্রধানত জীবাশ্ম জ্বালানি। ২০১৯ সালে রপ্তানির পরিমাণ ছিল ১.৫ বিলিয়ন ইউরো। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সম্পদের দাম ব্যাপক প্রবৃদ্ধির কারণে বহুমুখী জ্বালানিসম্পদ খোঁজার চেষ্টা করছে প্যারিস।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)