সিন সিয়াও ছি
2022-07-19 16:10:21

সিন সিয়াও ছি ১৯৬২ সালের ৮ ফেব্রুয়ারি চীনের তাইওয়ান প্রদেশের থাই চোং শহরে জন্মগ্রহণ করেন। মূল-ভূভাগের লিয়াং নিং প্রদেশের থিয়ে লিং শহরে ছাং থু জেলা তাঁর পূর্বপুরুষের জন্মস্থান। তিনি তাইওয়ানের একজন নারী কন্ঠশিল্পী ও প্রযোজক।

১৯৮৬ সালে সিন সিয়াও ছি তাঁর প্রথম একক অ্যালবাম 'একাকী শীতকাল' প্রকাশ করেন এবং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে পা রাখেন। ১৯৮৯ সালের অগাস্ট মাসে তাঁর  দ্বিতীয় অ্যালবাম 'তোমার ছায়ার পিছনে অপেক্ষা করছি' প্রকাশিত হয়। অ্যালবামটি সেই বছর তাইওয়ানের 'দশটি সেরা অ্যালবাম'-এর অন্যতম হিসেবে পুরস্কার জিতে। 

 

১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে সিন সিয়াও ছি তাঁর তৃতীয় অ্যালবাম 'এক রাতের মধ্যে' প্রকাশ করেন এবং ১৯৯২ সালের সেপ্টেম্বরে তিনি চতুর্থ অ্যালবাম 'সময়ের খরচ' প্রকাশ করেন। যদিও ইতোমধ্যে তাঁর সামর্থ্য সবার কাছে স্বীকৃতি পেয়েছে, তবুও তিনি তখন ততটা বিখ্যাত হতে পারেননি। হতাশায় সিন সিয়াও ছি সঙ্গীত ক্যারিয়ার ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে তাইওয়ানের বিখ্যাত গীতিকার লি জোং শেং-এর সুপারিশে তিনি নতুন রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ক্যারিয়ার অব্যাহত রাখেন। ১৯৯৪ সালের অগাস্ট মাসে তাঁর পঞ্চম অ্যালবাম 'উপলব্ধি' বাজারে আসে। অ্যালবামের শিরোনাম সংগীত দশ-বারটি পুরস্কার জিতার সঙ্গে সঙ্গে অ্যালবামটির বিক্রয় পরিমাণ ছিল ৫ লক্ষাধিক। 

 

“প্রত্যেক নারী” সিন সিয়াও ছির ১৯৯৮ সালে প্রকাশিত একটি অ্যালবাম। এতে মোট ১০টি গান অন্তর্ভূক্ত হয়। বিখ্যাত গীতিকার লি জোং শেং অ্যালবামের প্রযোজক। অ্যালবামে “স্বীকার” নামক গান পাশাপাশি তাইওয়ানের একটি টিভি নাটকের থিম সং। 

 

১৯৯৬ সালের সেপ্টেম্বরে সিন সিয়াও ছি'র অষ্টম অ্যালবাম “তার প্রেমে পড়েছিলাম শুধু আমার দোষ না” প্রকাশিত হয়। অ্যালবামটি দিয়ে তিনি ১৯৯৭ সালের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের সেরা নারী কন্ঠশিল্পীর পুরস্কারের মনোনয়ন পান। 

 

২০০৪ সাল পর্যন্ত এশিয়ায় সিন সিয়াও ছি'র অ্যালবাম বিক্রির পরিমাণ এক কোটি ছাড়িয়ে যায়। ২০১১ সালে তিনি মূল-ভূভাগে তাঁর ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। তাঁর অনেক গান ভালোবাসা বা ভালোবাসায় নারীদের সঙ্গে সম্পর্কিত। অনেক গান নাম থেকেই বোঝা যায়। যেমন “প্রত্যেক নারী” ও “নারী কেন নারীকে বিরক্ত করে?” তাইনা? 

   

(প্রেমা/এনাম)