হাইটেক প্রযুক্তির উন্নয়নে নজর রাখবে রাশিয়া
2022-07-19 10:30:50

জুলাই ১৯: গতকাল (সোমবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিছু কিছু দেশ রাশিয়াকে বিদেশি হাইটেক প্রযুক্তি অর্জনে বাধা দেওয়ার অপচেষ্টা করছে। তবে, নিজ উদ্যোগে হাইটেক প্রযুক্তি উন্নত করবে তাঁর দেশ।

সোমবার প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্র জানায়, এদিন রাশিয়ার কৌশলগত উন্নয়ন ও রাষ্ট্রীয় প্রকল্প-সংশ্লিষ্ট অধিবেশনে পুতিন বলেছেন, কিছু দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, বিদেশ থেকে হাইটেক পণ্য সংগ্রহে বাধা দিয়েছে, যা রাশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ, তবে রাশিয়ার উন্নয়ন এ কারণে পিছিয়ে যাবে না এবং দাঙ্গাহাঙ্গামাও হবে না।

 

তিনি আরও বলেন, বড় চ্যালেঞ্জ মোকাবিলার পদ্ধতি খুঁজে বের করবে রাশিয়া। বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাশিয়াকে উন্নয়ন করতে হলে হাইটেক প্রযুক্তির গবেষণা জোরদার করতে হবে। এজন্য, দেশের বিজ্ঞানপ্রযুক্তি কোম্পানিকে আর্থিক সমর্থন দেওয়া হবে এবং প্রকল্প ও তথ্য প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)