জাতিসংঘে ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব’ ব্যাখ্যা করলেন চীনের স্থায়ী প্রতিনিধি
2022-07-19 16:43:16


জুলাই ১৯: জাতিসংঘ সাধারণ পরিষদ গতকাল (সোমবার) একটি উচ্চ পর্যায়ের বিশেষ সম্মেলন আয়োজন করে। সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলায়  নীতিসমন্বয় ও যৌথ উদ্যোগ। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন সম্মেলনে ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব’-সংশ্লিষ্ট গ্রুপের পক্ষে এই প্রস্তাব ব্যাখ্যা করেন।

চলতি বছর এই গ্রুপ চালু হয়। এখন পর্যন্ত ৬০টি দেশ যৌথভাবে আন্তর্জাতিক সহযোগিতার প্রচার, টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়ন, এবং বিশ্বব্যাপী সমস্যা মোকাবিলায় ভূমিকা রাখতে এই গ্রুপে যোগ দিয়েছে।

চাং চুন বলেন, কোভিড-১৯ মহামারী, জলবায়ু পরিবর্তন, এবং বৈশ্বিক সরবরাহ চেইনে বিশৃঙ্খলার কারণে বিশ্বব্যাপী খাদ্য ও কৃষিপণ্যের দাম বেড়েছে। আন্তর্জাতিক সমাজের উচিত যৌথ উদ্যোগ নিয়ে খাদ্যসংকট মোকাবিলা করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)