মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চীনের ৫জি খাতে সহযোগিতায় জনগণ উপকৃত হচ্ছে: মুখপাত্র
2022-07-18 19:11:14

জুলাই ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চীন ৫জি প্রযুক্তি খাতে সহযোগিতা করে আসছে, যার সুফল ভোগ করছে সাধারণ মানুষ। তথ্যপ্রযুক্তি খাতে চীনের প্রযুক্তির গুণগত মানও এতে প্রমাণিত হয়েছে।

মুখপাত্র বলেন, ৫জি প্রযুক্তির উন্নয়ন, ব্যবহার ও এ-সংক্রান্ত সহযোগিতায় মার্কিন হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। উন্নয়নশীল দেশগুলো এতে ক্ষতির সম্মুখীন হবে এবং ন্যায্য প্রতিযোগিতার নীতি হবে কলুষিত।   

তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোসহ বিশ্বের বেশিরভাগ দেশ তাদের নিজস্ব স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ নীতিই অবলম্বন করবে বলে বেইজিং বিশ্বাস করে। এসব দেশ বরাবরের মতো ভবিষ্যতেও চীনা কম্পানিসহ সকল দেশের কম্পানির জন্য একটি উন্মুক্ত, ন্যায্য, ও বৈষম্যহীন ব্যবসা-পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করা যায়।  (ইয়াং/আলিম/ছাই)