ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ তদন্ত করতে হবে: বেইজিং
2022-07-18 19:23:32

জুলাই ১৮: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সার্বিকভাবে তদন্ত করা। কারণ, তাদের অপরাধের কারণে যেসব নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের হত্যার বিচার হওয়া জরুরি।

মুখপাত্র বলেন, আগেও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্তৃক আফগানিস্তানে সাধারণ মানুষ হত্যার খবর প্রকাশিত হয়েছিল। বস্তুত, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো একের পর এক যুদ্ধাপরাধ করেই যাচ্ছে, মানবাধিকারকে করে চলেছে পদদলিত।

উল্লেখ্য, সম্প্রতি বিবিসি’র খবরে বলা হয়, আফগানিস্তানে ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিসের সাবেক সদস্যরা অনেক যুদ্ধবন্দী ও সাধারণ মানুষ হত্যার দায়ে দোষী। (ছাই/আলিম/স্বর্ণা)