মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং
2022-07-18 19:30:02

ঢাকা, জুলাই ১৮:  আগামীকাল মঙ্গলবার থেকে বাংলাদেশে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ থেকেই বন্ধ রাখা হবে বলেও জানান তিনি। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

উপদেষ্টা আরো বলেন, যেসব এলাকায় লোডশেডিং থাকবে তা আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে। দিনে অন্তত এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে।

তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার সিদ্ধান্তের পাশাপাশি সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি চালানোর কথাও উঠে আসে বৈঠকে । এদিকে, সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন দেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

 

ঐশী/শান্তা