চীনা ও হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ অনুষ্ঠিত
2022-07-18 11:13:35

জুলাই ১৮: গতকাল (রোববার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সিজার্দো পিটারের মধ্যে ফোনালাপ হয়েছে।

ফোনালাপে ইউরোপ ও হাঙ্গেরির পরিস্থিতি বিশেষ করে- রুশ-ইউক্রেন সংঘর্ষের কারণে হাঙ্গেরিতে সৃষ্টি হওয়া আর্থিক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন তিনি। বিভিন্ন খাতে হাঙ্গেরি ও চীনের সঙ্গে সহযোগিতার সাফল্য, বিশেষ করে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক ও পুঁজি বিনিয়োগের সহযোগিতার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। চীনের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক সামনে এগিয়ে নেওয়া এবং আরো বেশি চীনা প্রতিষ্ঠানকে হাঙ্গেরিতে পুঁজি বিনিয়োগে স্বাগত জানান তিনি।

 

ওয়াং ই বলেন, বর্তমানে ইউক্রেন সংকট শুধু ইউরোপীয় দেশগুলোর জন্যই ক্ষতিকর নয়, বরং এর নেতিবাচক প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। জি টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষসম্মেলনে খাদ্যশস্য ও জ্বালানি সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। ইউক্রেন সংকট মোকাবিলায় বিভিন্ন পক্ষের শান্তিপূর্ণ বৈঠক বাস্তবায়নে পরামর্শ করেছে বেইজিং। ইউক্রেন সংকট থেকে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। বিভিন্ন পক্ষের উচিত আরও ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই উন্নত ইউরোপীয় নিরাপত্তা কাঠামো গড়ে তোলা, যাতে দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়ন করা যায়।

 

তিনি আরও বলেন, চীন ও হাঙ্গেরির মধ্যে গভীর আস্থা ও মৈত্রী রয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের চেষ্টা করবে চীন। পাশাপাশি, চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে হাঙ্গেরিতে পুঁজি বিনিয়োগে উত্সাহ দেওয়া এবং চীনা প্রতিষ্ঠানের জন্য আরও সুবিধাজনক নীতিমালা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে বেইজিং।

সিজার্দো পিটার বলেন, চীন কখনো ইউরোপের প্রতিপক্ষ নয়, বরং সহযোগী অংশীদার। পারস্পরিক সম্মান ও কল্যাণকর সহযোগিতা বাস্তবায়নের চেষ্টা করবে তাঁর দেশ।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)