সিনচিয়াংয়ে রেশমপথ অর্থনৈতিক অঞ্চলসংশ্লিষ্ট ফোরাম শুরু
2022-07-18 16:11:11

জুলাই ১৮: ‘রেশমপথ অর্থনৈতিক অঞ্চল: শিল্প ও উদ্ভাবন উন্নয়ন’ শীর্ষক একাডেমিশিয়ান ফোরাম আজ (সোমবার) সিনচিয়াংয়ের রাজধানী উরুমচিতে শুরু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও চীনা উপ্রধানমন্ত্রী লিউ হ্যে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে একটি অভিনন্দন-বার্তা পাঠান।

লিউ হ্যে অভিনন্দন-বার্তায় বলেন, সিনচিয়াং ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এটি রেশপথ অর্থনৈতিক অঞ্চলের কেন্দ্রীয় স্থান। সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াং বাইরের দুনিয়ার সামনে আরও উন্মুক্ত হয়েছে। এর উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগও সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, শিল্প হলো উন্নয়নের মূল, আর উদ্ভাবন হলো শিল্পের মূল চালিকাশক্তি। সিনচিয়াংয়ের উন্নয়ন-কার্যক্রমকে পশ্চিমাঞ্চলের উন্নয়ন-পরিকল্পনার সাথে সংযুক্ত করতে হবে। (ছাই/আলিম/স্বর্ণা)