৮৫ শতাংশ মার্কিন নাগরিক কোভিড-১৯ মহামারীর উচ্চ বা মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে
2022-07-18 11:14:16

জুলাই ১৮: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিওএ জানিয়েছে, বর্তমানে দেশটির ৮৫ শতাংশ মার্কিন নাগরিক কোভিড-১৯ মহামারীর উচ্চ বা মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে।

 

মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা সিডিসি’র পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ২৪২১টি জেলা কোভিড-১৯ মহামারীর মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওমিক্রন বিএ ৫ প্রজাতির ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। সিডিসি’র পরিসংখ্যান অনুযায়ী এ ভাইরাসে আক্রান্ত রোগীর হার দেশটিতে নতুন সনাক্ত রোগীর ৬৫ শতাংশেরও বেশি।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)