মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংকট সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে আবারও দায়ী করলো ইরান
2022-07-18 17:33:14

জুলাই ১৮: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানানি গতকাল (রোববার) বলেছেন, যুক্তরাষ্ট্র ‘ইরানোফোবিয়া’ ছড়িয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংকট সৃষ্টির অপচেষ্টা চালিয়েই যাচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এতদঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে, সামরিক দখলদারিত্ব ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে, এবং বিশাল আকারে অস্ত্র বিক্রি করে আসছে। উত্তেজনা ও সংকট সৃষ্টির মূল কারণ মার্কিন অপতত্পরতা।

উল্লেখ্য, ১৩ই জুলাই থেকে ১৬ই জুলাই তারিখ পর্যন্ত ইসরাইল, ফিলিস্তিনের পশ্চিম তীর, এবং সৌদি আরব সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৬ই জুলাই সৌদি আরবে আয়োজিত "নিরাপত্তা ও উন্নয়ন" শীর্ষসম্মেলনে বাইডেন বলেন, ইরানের কার্যকলাপ এই অঞ্চলকে অস্থিতিশীল করছে এবং যুক্তরাষ্ট্র কখনই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।

(ইয়াং/আলিম/ছাই)