বয়স্ক আমেরিকানরা দরিদ্র হয়ে পড়ছেন
2022-07-18 12:36:59

জুলাই ১৮: গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি ধাপে ধাপে বাড়ছে, দ্রব্যমূল্য বেশ উঁচুতে পৌঁছে গেছে। ফলে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলা করার জন্য অনেক আমেরিকানদের নিয়মিত খরচ কমাতে হচ্ছে। এর মধ্যে দেশটির বয়স্কদের ওপর সবচেয়ে গুরুতর প্রভাব পড়েছে।

এক প্রতিবেদনে দেখা যায়, ৬০ থেকে ৭৫ পর্যন্ত বয়সী অধিকাংশ মানুষ মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেখা গেছে, ৬৫ বছরেরও বেশি আমেরিকান কমবয়সীদের চেয়ে বেশি দরিদ্র হয়ে পড়েছেন।

 

ক্রমবর্ধমান জীবনযাপনের খরচ মোকাবিলা করার জন্য কিছু বয়স্ক মানুষ পুনরায় চাকরিতে ফিরে যাচ্ছেন- যাতে পরিবারকে সমর্থন দেওয়া যায়। কিন্তু বয়স ও সামাজিক বৈষম্যসহ বিভিন্ন সমস্যার কারণে এভাবে সমস্যা সমাধান করা বেশ কঠিন হয়ে পড়েছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)