দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেছে লংকান সরকার
2022-07-18 17:02:35

জুলাই ১৮: লংকান সরকার গতকাল (রোববার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেছে, আজ (সোমবার) থেকে গোটা শ্রীলংকায় জরুরি অবস্থা  জারি থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি অবস্থা জারির উদ্দেশ্য হচ্ছে,  জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা রক্ষা করা, এবং প্রয়োজনীয় পণ্য ও সেবার সরবরাহ সুনিশ্চিত করা। লংকান জননিরাপত্তা আইন অনুসারে, দেশের প্রেসিডেন্ট বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করতে পারেন। জরুরি অবস্থা চলাকালে বিনা ওয়ারেন্টে আটক, তল্লাশি, ও সম্পদ জব্দ করা যেতে পারে।

উল্লেখ্য, রাজধানী কলম্বোয় গত ৯ই জুলাই থেকে ধারাবাহিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের মুখে লংকান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে দেশ ছেড়ে পালিয়ে যান এবং ই-মেইলে পদত্যাগ করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)