চলতি বছরের প্রথমার্ধে চীনা অর্থনীতি ২.৫ শতাংশ বেড়েছে
2022-07-18 19:41:21

জুলাই ১৮: সম্প্রতি চীন চলতি বছরের প্রথম ছয় মাসের অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যান অনুসারে, চীনের জিডিপি ৫৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৫ শতাংশ বেশি।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য-মুখপাত্র ফু লিংহুই এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, চীনা অর্থনীতিকে একাধিক অপ্রত্যাশিত ধাক্কা সহ্য করতে হয়েছে। এর মধ্যেও দেশের জিডিপি বেড়েছে, যা মোটেও সহজ ছিল না।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এ সংঘাতের ভূ-রাজনৈতিক প্রভাবও রয়েছে। বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি অনেকের ওপর চাপ ফেলেছে এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি স্পষ্টভাবে ধীর হয়ে আসছে।

মুখপাত্র বলেন, চীনের কিছু অংশে মহামারীর প্রাদুর্ভাব অর্থনীতির স্থিতিশীল বিকাশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এপ্রিলে প্রধান অর্থনৈতিক সূচকগুলো ছিল নিম্নগামী। বিশেষ করে, বছরের দ্বিতীয় প্রান্তিকে শাংহাই ও উত্তর-পূর্ব চিলিন প্রদেশের আঞ্চলিক জিডিপি গতবছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১৩.৭ ও ৪.৫ শতাংশ কমেছে।

ফু লিংহুই বলেন, ধারাবাহিক নেতিবাচক প্রভাবের মধ্যেও চীন সময়মতো বিভিন্ন নীতির মধ্যে সামঞ্জস্য বিধান করে একটি ‘প্যাকেজ অর্থনৈতিক ব্যবস্থা’ চালু করতে সক্ষম হয়। কর্মসংস্থান ও শিল্প সংযোজিত মূল্যসহ প্রধান অর্থনৈতিক সূচকগুলোর ওপর এর ইতিবাচক প্রভাব ছিল দৃশ্যমান। মে মাসে প্রধান অর্থনৈতিক সূচকগুলোর পতনের গতি কমে আসে এবং জুন মাসে অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধার বাস্তবায়িত হয়।

মুখপাত্র আরও বলেন, ভবিষ্যতে দেশের অর্থনীতি আরও চ্যালেঞ্জের সম্মুখীন হবে। তবে, চীনা অর্থনীতিতে দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রচণতা পরিবর্তিত হবে না। (ওয়াং হাইমান/আলিম/ছাই)