আফ্রিকার একীকরণ ও শিল্পায়ন প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান
2022-07-18 12:37:58

জুলাই ১৮: গতকাল (রোববার) চতুর্থ আফ্রিকান ইউনিয়নের (এইউ) মধ্য-বার্ষিকী সমন্বয়সভা জাম্বিয়ার রাজধানী লুসাকায় অনুষ্ঠিত হয়েছে। ১৩টি আফ্রিকান দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারি শীর্ষনেতা এতে অংশ নেন। তাঁরা সদস্যদেশগুলোকে আফ্রিকান অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার গতি বাড়ানো এবং আফ্রিকার একীকরণ ও শিল্পায়ন প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানান।

 

সভার পর এক প্রেস ব্রিফিংয়ে এইউ’র পালাক্রমিক চেয়ারম্যান, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল বলেন, এবারের সভায় আফ্রিকার একীকরণ এবং এতদাঞ্চলে অবাধ বাণিজ্য জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। অংশগ্রহণকারী নেতারা আফ্রিকার অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যের বাধা কমানো এবং বাণিজ্যিক একীকরণ জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া, সভার উদ্বোধনী অনুষ্ঠানে জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা আফ্রিকার বিভিন্ন দেশে বিনিয়োগের পরিমাণ বাড়ানো এবং কৃষিজ উত্পাদন বাড়ানোর আহ্বান জানান।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)