জুলাই ১৭: গ্রীষ্মকালে উত্তর তিব্বতের চারণভূমি অঞ্চলগুলে বছরের সবচেয়ে ব্যস্ত ‘দুধের মৌসুমে’ প্রবেশ করে। তিব্বতের নাছুই শহরের শুয়াংহু জেলার দোমা গ্রামে, ভেড়াদের "শৃঙ্খলা" বজায় রাখার জন্য, পশুপালন পেশাদার সমবায়ের পশুপালকরা পালাক্রমে দুধ দোহনের জন্য ভেড়াগুলোকে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং তারপরে ছোট বালতিসহ ক্রমানুসারে দুধ দোহন করে। (ইয়াং/আলিম/ছাই)