"গরুর পিঠে পাওয়ার স্টেশন" পশুপালকদের ঘর আলোকিত করে
2022-07-17 16:34:32

জুলাই ১৭: তিব্বতে জনকল্যাণমূলক প্রকল্প "পশুপালকদের বাড়ি আলোকিত করা"-র সাহায্যে, বুগাগা পরিবার একটি ফটোভোলটাইক মোবাইল পাওয়ার সাপ্লাই ইনস্টল করেছে। তাদের বিদ্যুতের  অভাব এতে পূরণ হয়েছে। আর এই "ছোট পাওয়ার স্টেশন" তাদের পশুদের সাথে স্থানান্তরিত করা যায়। “এটা একটা গরুর পিঠে পাওয়ার স্টেশন!”, বুগাগা হেসে বলল।

     স্থিতিশীল বিদ্যুতের সরবরাহ থাকায় বুগাগার তৈরি ঘি গরমের দিনে ফ্রিজে রাখা সম্ভব হয়। এই ছোট পরিবর্তন তার আয় যথেষ্ট বাড়িয়েছে। "গ্রীষ্মকালে ঘি সংরক্ষণ করা অতীতে একটি সমস্যা ছিল। বিদ্যুতের সাহায্যে ঘি ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। শুধু গ্রীষ্মে ঘি বিক্রি করলে আমাদের পরিবারের আয় ৪ হাজার ইউয়ানের বেশি বেড়ে যেতে পারে", বুগাগা জানালেন।

(ইয়াং/আলিম/ছাই)