ইইউ-তে যোগদান প্রসঙ্গে ফ্রান্সের প্রস্তাব উত্তর মেসিডোনিয়ার পার্লামেন্টে অনুমোদিত
2022-07-17 16:20:32


জুলাই ১৭: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে উত্তর মেসিডোনিয়ার যোগ দেওয়া প্রসঙ্গে সম্প্রতি দেওয়া ফ্রান্সের প্রস্তাব অনুমোদন করেছে উত্তর মেসিডোনিয়ার পার্লামেন্ট। এর ফলে উত্তর মেসিডোনিয়ার ইইউ-তে যোগদানের পথ প্রশস্ত হলো।

তিন দিনের তীব্র বিতর্কের পর, ১২০ আসনের উত্তর মেসিডোনীয় পার্লামেন্টে, প্রস্তাবে পক্ষে ৬৮টি ভোট পরে। প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টি অফ ন্যাশনাল ইউনিটির সদস্যরা ভোটাভুটির আগেই ওয়াকআউট করে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)