১৬ই জুলাই চীনে নতুন কোভিড রোগী শনাক্ত ১৫৪ জন; বিদেশফেরত ৪৮
2022-07-17 16:22:42


জুলাই ১৭: গত ১৫ই জুলাই মধ্যরাত ১২টা থেকে ১৬ই জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত চীনের মূল ভূভাগে নতুন করে ১৫৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে বিদেশফেরত ৪৮ জন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (রোববার) এ তথ্য জানায়।

কমিশন জানায়, একই সময়ে চীনে ৯৪ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং চিকিত্সা-পর্যবেক্ষণের আওতামুক্ত হয়েছেন ১৪ হাজার ৬৭২ জন।

আর এখন পর্যন্ত চীনে বিদেশফেরত কোভিড রোগী শনাক্ত হয়েছেন মোট ২০ হাজার ৩১ জন। তাদের মধ্যে ১৯ হাজার ৫৬৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত বিদেশফেরত রোগীদের মধ্যে কেউ মারা যাননি।

কমিশন আরও জানায়, চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানে মোট কোভিড রোগী শনাক্ত হয়েছেন ৪৫ লাখ ৮৬ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৩ লাখ ৪৫ হাজার ৩৭৯ জন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৭২৭ জন, এবং তাইওয়ান অঞ্চলে ৪২ লাখ ৪০ হাজার ৪৬৬ জন রয়েছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)