চীনের মহাকাশকেন্দ্র থেকে বিচ্ছিন্ন হলো মালবাহী মহাকাশযান থিয়ানচৌ-৩
2022-07-17 16:10:39

জুলাই ১৭: চীনের মালবাহী মহাকাশযান থিয়ানচৌ-৩, পূর্বনির্ধারিত সকল কাজ সম্পন্ন করে, আজ (রোববার) বেইজিং সময় সকাল ১০টা ৫৯ মিনিটে চীনের মহাকাশকেন্দ্রের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়। চীনের মানববাহী মহাকাশ প্রকল্প কার্যালয় এ তথ্য জানিয়েছে।

কার্যালয় জানায়, থিয়ানচৌ-৩ ভালো অবস্থায় রয়েছে এবং ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে একে নির্দিষ্ট সময়ে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করানো হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২০শে সেপ্টেম্বর থিয়ানচৌ-৩-কে মহাকাশকেন্দ্রের মূল অংশে পাঠানো হয়। এটি মহাকাশকেন্দ্রের জন্য ৬ টন মালামাল বহন করে নিয়ে যায়। (ইয়াং/আলিম/ছাই)