জি-টোয়েন্টির অর্থমন্ত্রী পর্যায়ের সম্মেলনে খাদ্যনিরাপত্তা ও মুদ্রাস্ফীতি নিয়ে ঐকমত্য
2022-07-17 17:43:56

জুলাই ১৭: জি-টোয়েন্টি’র অর্থমন্ত্রীবৃন্দ ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের সম্মেলন গতকাল (শনিবার) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শেষ হয়েছে। সম্মেলনে খাদ্যশস্যের নিরাপত্তা নিশ্চিত করতে ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সদস্যদেশগুলো একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়।

ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলায়ানি ইন্দ্রবতি সম্মেলনের পর এক সাংবাদিক সম্মেলনে বলেন, আলোচরা একাধিক ইস্যুতে একমত হয়েছেন। এসব ইস্যুর মধ্যে রয়েছে: খাদ্যনিরাপত্তা, মহামারী প্রতিরোধ ও মোকাবিলার জন্য অর্থায়নের ব্যবস্থা; বিশ্বজুড়ে করচুক্তি স্বাক্ষর; পরিষ্কার জ্বালানিসম্পদের ব্যবহার ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ, ইত্যাদি।

তিনি বলেন, বর্তমান বিশ্ব বহু চ্যালেঞ্জের সম্মুখীন। কোনো দেশ একা এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে না। সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। (ছাই/আলিম)