চীনের কার্বন-বাজারে বার্ষিক লেনদেন প্রায় সাড়ে ৮ বিলিয়ন ইউয়ানে উন্নীত
2022-07-17 16:00:58


জুলাই ১৭: চীনে ২০২১ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হওয়া কার্বন-বাজারে বিগত এক বছরে ৮.৪৯২ বিলিয়ন ইউয়ানের ১৯.৪ কোটি টন কার্বন লেনদেন হয়েছে। গতকাল (শনিবার) চীনের শাংহাই পরিবেশ জ্বালানি লেনদেন কেন্দ্রের আয়োজিত ‘চীনের আন্তর্জাতিক কার্বন লেনদেন সম্মেলন, ২০২২’ থেকে এ তথ্য জানা গেছে।

সম্মেলনে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, লেনদেনে অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা কার্বন নিঃসরণ ইউনিটগুলোর মোট সংখ্যার অর্ধেকেরও বেশি। ২০২১ সালে চালু হওয়ার প্রথম দিনে লেনদেন হয় প্রতি টন ৪৮ ইউয়ানে। বর্তমানে প্রতি টন কার্বনের দাম ৬০ ইউয়ানের কাছাকাছি।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)