সমৃদ্ধ, সভ্য, শান্তিপূর্ণ, ও সুন্দর সিনচিয়াং গড়ে তুলতে হবে: সি চিন পিং
2022-07-17 16:02:22

জুলাই ১৭:  চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয়  কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি সিনচিয়াং সফর করেন এবং সেখানকার বিভিন্ন জাতির জনসাধারণের খোঁজ-খবর নেন।

সফরকালে তিনি জোর দিয়ে বলেন, একটি সমৃদ্ধ, সভ্য, শান্তিপূর্ণ, ও আরও সুন্দর সিনচিয়াং গড়ে তুলতে হবে। তিনি বলেন, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তসমূহ দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে হবে; নতুন সময়পর্বে সিনচিয়াং প্রশাসনে পার্টির কৌশল সম্পূর্ণ ও সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে; সামাজিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সাধারণ লক্ষ্যকে দৃঢ়ভাবে মেনে চলতে হবে; স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতি চাওয়ার সাধারণ নীতি মেনে চলতে হবে; সার্বিকভাবে  সংস্কার ও উন্মুক্তকরণ গভীরতর করতে হবে; উচ্চ গুণগত মানের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে; এবং মহামারীর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সমন্বয় করতে হবে।

সফরকালে প্রেসিডেন্ট সি পর্যায়ক্রমে সিনচিয়াং বিশ্ববিদ্যালয়, উরুমচি আন্তর্জাতিক স্থলবন্দর, বিভিন্ন কমিউনিটি, উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের যাদুঘর, এবং তুর্পান শহরসহ অনেক জায়গা পরিদর্শন করেন।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)