ডক্টর কাজি হাসান মুরাদের সাক্ষাত্কার
2022-07-17 17:19:50

 

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর কাজি হাসান মুরাদ। তিনি বর্তমানে হুবেই ইউনিভার্সিটি অব আর্টস অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয়ে চিকিত্সা বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করছেন। তো, চলুন কথা বলি তাঁরসঙ্গে।