লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেই বাংলাদেশে জাতীয় নির্বাচন: সিইসি
2022-07-17 19:47:35

ঢাকা, জুলাই ১৭ : সকল বিতর্ক এড়িয়ে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়াল। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন। 

 

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো সময়ে পদত্যাগ করতেও রাজি বলে জানিয়েছেন সিইসি। তারা আমোদ-ফুর্তি করতে আসেননি উল্লেখ করে তিনি বলেন, দেশের অন্যতম বিরোধী দল বিএনপি বা অন্য কোনো দলের সে আশঙ্কা করার কিছু নেই।

 

এ সময় তিনি সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সব দল নির্বাচনে অংশ নিলে অনিয়ম ও পেশিশক্তির প্রভাব কমবে বলে তিনি মনে করেন। কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। ২০১৪ বা ১৮ সালের নির্বাচনের দায় বর্তমান ইসির নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

ঐশী/হাশিম