প্রিয় বন্ধুরা, কফিহাউসের আড্ডায় আপনাকের স্বাগত জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সামনে চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের ২০তম জাতীয় সম্মেলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন এজন্য যে, চীনকে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশে রূপান্তরের কাজ বিশেষ সময়পর্বে প্রবেশ করেছে এবং চীন ‘দ্বিতীয় শতবর্ষ লক্ষ্য’ অর্জনের দিকে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো ড. মোস্তাক আহমেদ গালিবের সঙ্গে। তিনি বর্তমানে উহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এক অঞ্চল, এক পথ’ গবেষণাকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন, আলাপ করি তাঁর সঙ্গে।