সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই-র ভিডিও-বৈঠক অনুষ্ঠিত
2022-07-16 19:09:37

জুলাই ১৬: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেকদাদের সাথে গতকাল (শুক্রবার) এক ভিডিও-বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভূখণ্ডের অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষা করতে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, এবং দেশটির মধ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করতে চীন অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উচিত মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ করা এবং এতদঞ্চলে নিজের ইচ্ছা-অনিচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা না-করা।

এসময় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘বিশ্ব উন্নয়ন প্রস্তাব’ এবং ‘বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব’ বিশ্বের শান্তি ও উন্নয়ন-সহযোগিতার বিস্তৃত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সিরিয়া দৃঢ়ভাবে এ প্রস্তাব সমর্থন করে এবং সক্রিয়ভাবে তা বাস্তবায়নে অংশগ্রহণ করতে ইচ্ছুক।  (ইয়াং/আলিম/ছাই)