হাইতি নিরাপত্তা পরিষদের জন্য সবচেয়ে কঠিন ও জটিল চ্যালেঞ্জ: জাতিসংঘে চীনা প্রতিনিধি
2022-07-16 17:22:27

জুলাই ১৬: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন বলেছেন, হাইতি নিরাপত্তা পরিষদের জন্য বরাবরই সবচেয়ে কঠিন ও জটিল চ্যালেঞ্জ। জাতিসংঘ হাইতিতে সমন্বিত কার্যালয়ের ম্যান্ডেট স্থগিত করার পর এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গত অক্টোবরে চীনসহ নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলো জাতিসংঘের মহাসচিবকে হাইতি’র বাস্তব অবস্থা অনুযায়ী সমন্বিত কার্যালয়ের ম্যান্ডেট পুনর্বিবেচনা করার অনুরোধ জানায়। কিন্তু গত ৯ মাসে হাইতির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ অচল হয়ে গেছে। দেশটিতে অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতিরও অবনতি ঘটেছে। এ প্রেক্ষাপটে চীন দেশটির রাজনৈতিক অগ্রগতি ত্বরান্বিতকরণ, পুলিশের সামর্থ্য উন্নয়ন, অবৈধ অস্ত্র ও অর্থের বিনিময় বন্ধ করা, এবং বন্দর ও সীমান্ত পরিচালনায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।  (ছাই/আলিম/স্বর্ণা)