কক্সবাজারে হাইটেক পার্ক চালু হলে কর্মসংস্থান হবে হাজারো মানুষের
2022-07-16 19:01:16


 

ঢাকা, জুলাই ১৬: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কাজের উদ্বোধন করেন।

 

এসময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কক্সবাজারে  হাইটেক পার্ক চালু হলে এলাকার তরুণদের চাকরির জন্য ঢাকা কিংবা বিদেশগামী হতে হবে না। এখানেই হাজারো তরুণের কর্মসংস্থান হবে।

 

তিনি বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা হবে, যেটা হবে সোনার বাংলার বাস্তবায়ন।

 

পলক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে আইসিটি খাতে কর্মসংস্থান ৩০ লাখে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। 

 

অভি/শান্তা