সিনচিয়াং সফরে চীনা প্রেসিডেন্ট সি যেসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন (দুই)
2022-07-16 16:20:41


জুলাই ১৬: গত ১৪শে জুলাই  চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সিনচিয়াং সফর করেন এবং সেখানকার গ্রামীণ পুনরুজ্জীবনের অগ্রগতি সম্পর্কে জানতে তুর্পান শহরের গাওচাং জেলার জিনচেং জিমেন গ্রাম পরিদর্শন করেন।

২০১৭ সালে চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেসের রিপোর্টে প্রেসিডেন্ট সি গ্রামীণ পুনর্জাগরণের কৌশল প্রস্তাব করেন। তিনি বারবার জোর দিয়ে বলেছেন যে,  গ্রামাঞ্চলকে পুনরুজ্জীবিত করার জন্য, স্থানীয় অবস্থা অনুসারে, জনগণকে সমৃদ্ধ করে—এমন শিল্প বেছে নিতে হবে।

জিনচেং জিমেন গ্রাম স্থানীয় বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে একটি প্রদর্শনী গ্রাম এবং বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কৃষির প্রচারের উপর জোর দিচ্ছে।

 জিনচেং জিমেন গ্রামে ৫৫০টি পরিবার এবং ৩৭৯০ জন বাসিন্দা রয়েছেন, যাদের মধ্যে ৩৭০২ উইঘুর। এখানে তাজা আঙুরের বিক্রি বছর বছর বাড়ছে। জিনচেং জিমেন গ্রামের  আবাদযোগ্য জমির ৮৫ শতাংশ ব্যবহার হয় আঙুর চাষে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)