বরিশালের ১০ নদীর পানি বিপৎসীমার ওপরে
2022-07-16 19:04:25

 

ঢাকা, জুলাই ১৬: বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালে পূর্ণিমার জোয়ারে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত ১০ নদীর পানির উচ্চতা কমেনি। এ কারণে নিম্নাঞ্চল ও বরিশাল নগরের কিছু কিছু এলাকায় জোয়ারের পানি ঢুকে আটকে রয়েছে। উপকূলের বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে কিছু পরিবার।

 

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ মাসুম গণমাধ্যমকে জানান, পূর্ণিমার প্রভাবে বাতাস প্রবাহিত হওয়ায় পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

 

তিনি বলেন, বিভাগের মোট ২৩ নদীর মধ্যে প্রধান ও গুরুত্বপূর্ণ ১০ নদীর পানির প্রবাহ এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েক দিন ধরেই নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ বিদ্যমান থাকায় পানি বৃদ্ধি পেয়েছে। আরো দুই-এক দিন এই অবস্থা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

 

অভি/শান্তা