জুলাই ১৬: ছিংহাই হ্রদের পরী উপসাগরে হাঁটতে হাঁটতে অন্তহীন হ্রদ ও আকাশের সাথে প্রাকৃতিকভাবে মিলিত হয়। একটি আয়নার মতো এই লেক পাখি ও নীল আকাশ প্রতিফলিত করে। ফেয়ারি বে হল ছিংহাই হ্রদে বিভিন্ন পাখির জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। প্রতি বসন্ত ও শরতে স্থানান্তরকালে, প্রচুর পাখি এখানে থামে। তাই এ লেক ‘মাছের বাড়ি ও পাখিদের স্বর্গ’ নামে পরিচিত। (ইয়াং/আলিম/ছাই)