বছরের প্রথমার্ধে চীনে শুল্ক থেকে আয় ১২.২ শতাংশ বেড়েছে
2022-07-16 17:16:12


জুলাই ১৬: চলতি বছরের প্রথমার্ধে চীনে শুল্ক থেকে আয় হয়েছে ১১৬৫.৩ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.২ শতাংশ বেশি। চীনের শুল্ক সাধারণ প্রশাসন এ তথ্য জানিয়েছে।

প্রশাসন জানায়, ২০২১ সালে  প্রথমবারের মতো শুল্ক থেকে আয় ২ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাওয়ার পর, জাতীয় শুল্ক বিভাগ শুল্ক সংগ্রহ ও  ব্যবস্থাপনায় সংস্কার গভীরতর করে। ফলে, শুল্ক থেকে আয়ও ক্রমাগত বাড়তে থাকে। চলতি বছরের শুরু থেকে, জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে, শুল্ক সাধারণ প্রশাসন ধারাবাহিকভাবে দশটি পদক্ষেপ গ্রহণ করে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)