সৌদি আরবে সেদেশের বাদশাহ ও ক্রাউন প্রিন্সের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক
2022-07-16 16:12:27


জুলাই ১৬: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (শুক্রবার) বিকেলে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দায় পৌঁছান এবং বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা, ইয়েমেনের যুদ্ধ, ইত্যাদি বিষয় ঠাঁই পায়।

বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়,  সৌদি আরব ও যুক্তরাষ্ট্র মনে করে যে, দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে দু’দেশ একযোগে কাজ করবে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের অবস্থা নিয়ে নিয়মিত আলোচনা করতে দু’পক্ষ একমত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সৌদি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর বাইডেন বলেন, জাতিসংঘের উদ্যোগে ইয়েমেনে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সৌদি আরব বড় অবদান রেখেছে। যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধিকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর জো বাইডেনের এটি প্রথম মধ্যপ্রাচ্য সফর। (ওয়াং হাইমান/আলিম/ছাই)