বাংলাদেশে সড়কে প্রাণ গেল ১৩ জনের
2022-07-16 19:07:00

 

ঢাকা, জুলাই ১৬ : বাংলাদেশের বিভিন্ন জেলায় পৃথক পৃথ


সড়ক দূর্ঘটনায়  ১৩ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার দুপুরে দেশের জেলা টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় মা দুই ছেলে-মেয়ে নিহত হয়েছেন।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওই সময় দুই ছেলে-মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা। সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় মা ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুল্যা মনসুর নামক এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরো একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও জন।

 

একই দিনে বগুড়ার কাহালুতে প্রাইভেটকার মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ জন নিহত হয়েছেন।  এদিকে শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আরো চার যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন বাসের চালকসহ অন্তত যাত্রী।

 এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জনের মৃত্যু হয়েছে। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরো জন।

 

ঐশী/শান্তা